কুমিল্লায় ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা
- Update Time : ০৭:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : কুমিল্লার বরুড়ায় ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে (৩৪) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকেলে উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের জীবনপুর গ্রামের হাসেম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রানা নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বরুড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত জহিরুল ইসলাম বরুড়া পৌরসভার জিনসার গ্রামের আবদুল মালেকের ছেলে। আহত রানা একই গ্রামের সাহেব আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কোনো একটি সমস্যা মিটমাট করে দেওয়ার জন্য কে বা কারা ফোন করে জহিরকে হাসেম মার্কেটের সামনে যেতে বলে। জহির সেখানে উপস্থিত হলে কয়েকজন দুর্বৃত্ত আচমকা তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় জহির ও রানা গুরুতর আহত হয়।
থানা পুলিশ বলেন , জহিরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন।
এসএস//