বাস-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত
- Update Time : ০১:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১ Time View
লালমনিরহাট প্রতিনিধি জেলার কালীগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশার সংঘর্ষে এক নারী ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানা পুলিশ ।
নিহতরা হলেন- উপজেলা ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের অটোরিকশা চালক বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩২) ও তার তিন বছরের ছেলে সাজেদুল ইসলাম।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে অটোরিকশা চালিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে যাচ্ছিলেন বদিউজ্জামান। পথে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মঞ্জিলা মারা যান।
পরে আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাজেদুলকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর বাসসহ চালক পালিয়ে গেছে বলে জানান গেছে।
এসএস