শিরোনাম:
তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব খাজা মিয়া
- Update Time : ০৬:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) খাজা মিয়া।
তাকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা কামরুন নাহার আগামী ৩০ নভেম্বর থেকে অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যাচ্ছেন।
তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহার প্রধান তথ্য কর্মকর্তা থাকার সময় প্রেষণে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটা সচিব হন। কামরুন নাহার নিজ ক্যাডার পদ তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে ফিরে যাবেন। এ জন্য ২৯ নভেম্বর সকালে থেকে তাকে তথ্য মন্ত্রণালয় থেকে অবমুক্ত করে বুধবার (২৫ নভেম্বর) আদেশ জারি করা হয়েছে।
এসএস//