ডিএসই-সিএসই’তে লেনদেন বেড়েছে
- Update Time : ০৪:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৬ নভেম্বর সব ধরনের সূচক ছিল ঊর্ধ্বমুখি। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৯ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকা।
এ বাজারে লেনদেন হওয়া ৩৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২০টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক দশমিক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০১টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।
সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ টাকা।
এসএস//