ফ্রান্সবিরোধী পোস্ট করায় সিঙ্গাপুরে ১৫ বাংলাদেশিকে বহিষ্কার
- Update Time : ০২:৫০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সবিরোধী পোস্ট দেয়ার জেরে সিঙ্গাপুর থেকে ১৫ বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনার পর তারা সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দিয়েছিল, যা ‘সহিংসতায় ইন্ধন দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে’। তবে এসব পোস্টে কী ছিল তা কর্তৃপক্ষ জানায়নি।
গত মাসের শুরুর দিকে প্যারিসের উপকণ্ঠে একটি স্কুলের ক্লাসরুমে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর কার্টুন দেখানোর সূত্রে ওই স্কুল শিক্ষককে স্কুলের কাছে শিরশ্ছেদ করা হয়। ফ্রান্সের নিস শহরে গত মাসের শেষের দিকে একটি গির্জায় ছুরি হামলায় তিন ব্যক্তি নিহত হন।
নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এসট্রসি এই হত্যাকাণ্ডকে শিক্ষক স্যামুয়েল প্যাটির হত্যার সাথে তুলনা করেন।
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর কার্টুন প্রকাশের পক্ষ সমর্থন করে প্রেসিডেন্ট ম্যাক্রঁর সাম্প্রতিক মন্তব্যে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠে এবং কয়েকদিন ধরেই কিছু দেশে বিক্ষোভ হয়েছে। কোনো কোনো দেশে ফরাসি পণ্য বর্জনেরও ডাক দেয়া হয়।
সূত্র : ইউএনবি