এক সিনেমায় শাহরুখ-সালমান ও হৃত্বিক
- Update Time : ০৬:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে শুরু হয়েছে ‘পাঠান’ সিনেমার শুটিং। এ সিনেমায় শাহরুখের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাড়ুকোন।
ছবিটিতে একটি বিশেষ চরিত্রে চমক নিয়ে হাজির হবেন বলিউড সুপারস্টার সালমান খান। এমনই খবর রয়েছে বলিউডপাড়ায়। দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।
প্রতিষ্ঠানটি এবার আরও এক চমক দিতে চলছে। বলিউডভিত্তিক গণমাধ্যম ফিল্মফেয়ার দাবি করছে, যশরাজের সুপারহিট সিনেমা ‘ওয়ার’র সিক্যুয়েলে হৃত্বিক রোশনের সঙ্গে দেখা যাবে শাহরুখ ও সালমান খানকে! খবরটি প্রকাশ হতেই বেশ চমক তৈরি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ঝড় তুলেছে শাহরুখ-সালমানের সঙ্গে হৃত্বিকের এক হয়ে সিনেমার খবরটি। এর আগে শাহরুখ খানের সঙ্গে হৃত্বিক সিনেমা করলেও এটাই হবে সালমানের সঙ্গে তার প্রথম কাজ।
করোনার মন্দা কাটাতেই এসব যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।
এসএস//