আইসিসির নতুন চেয়ারম্যান বার্কলে
- Update Time : ০৭:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গ্রেগ বার্কলে। তিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে জড়িত ছিলেন। পরবর্তীতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্বও পান বার্কলে।
শশাঙ্ক মনোহরের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হিসেবে কাজ করবেন বার্কলে। আইসিসির চেয়ারম্যান নির্বাচনে বার্কলের প্রতিন্দ্বন্দি ছিলেন পাকিস্তানের ইমরান খাজা।
নিয়ম অনুযায়ী, জিততে হলে ১৬ ভোটের কমপক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পেতে হবে প্রার্থীকে। আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন বার্কলে। আইসিসির দায়িত্ব পাওয়াটা বড় সম্মানের বলে জানান তিনি।
বার্কলে বলেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়া অনেক বড় সম্মানের। আমি আইসিসির সম্মানিত ডিরেক্টরদের ধন্যবাদ দিতে চাই, তাদের সমর্থনের জন্য। আশা করি আমরা সবাই মিলে খেলাটাকে এই মহামারির মধ্যেও এগিয়ে নিয়ে একটা শক্ত অবস্থানে নিতে পারবো।
আইসিসির সদস্য সব দেশের প্রতিনিধি হিসেবে কাজ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমি খেলাটাকে আরো শক্তিশালি করতে আমাদের মূল বাজার এবং একইসাথে এটা বৃদ্ধি করার জন্য একত্রে কাজ করার দিকে তাকিয়ে আছি।
২০১৫ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের অন্যতম পরিচালক ছিলেন বার্কলে।
এসএস//