শিরোনাম:
শীতের তীব্রতা বেড়েছে উত্তরে
- Update Time : ০১:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : প্রকৃতিতে এখন শীতের হাওয়া বইছে । দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়-ঠাকুরগাঁও ও এর আশপাশের এলাকায় শীতের তীব্রতা বেড়েছে । আর এর সাথে তাল মিলিয়েছে রাতের হালকা থেকে ঘন কুয়াশাও।
বুধবার আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানা যায়, রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে বাড়তে পারে বাতাসের বেগ। ঢাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, বুধবার সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। রাজধানীর আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে আট থেকে ১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এসএস//