ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
- Update Time : ০৪:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শওকত আলী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার ২৫ নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ আদালত এই দণ্ডাদেশ দেন। এছাড়া মামলার তিন আসামিকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. শফিকুর রহমান খন্দকার (শাফি), মো. মোর্শেদ খন্দকার, মো. সাহেদ আলম খন্দকার, আব্দুল হাই ও মোবারক। তাদের মধ্যে মোর্শেদ ও মোবারক পলাতক রয়েছেন।
এক বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন- হেলিম মিয়া, আবুল বাদশা ও মামুন মিয়া। তাদের মধ্যে আবুল বাদশা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৩ আগস্ট রাতে জমি নিয়ে বিরোধের জেরে সরাইল উপজেলার সৈয়দটুলা জাহাঙ্গীরপাড়া গ্রামে প্রতিপক্ষের হাতে খুন হন শওকত আলী। পরে তার ভাই আব্দুল বাতেন বাদি হয়ে ৯ জনকে আসামি করে সরাইল থানায় হত্যা মামলা করেন।
এসএস//