সারাদেশ ডেস্ক : সোমবার সকাল থেকে ধলেশ্বরী নদীতে নানা প্রজাতির মাছ ভেসে উঠছে। নদীতে শত শত মানুষ নেমে অনায়াসে মাছ ধরছে।
স্থানীয়দের ধারণা, ট্যানারির দূষিত বর্জ্যের কারণে মাছগুলো দুর্বল হয়ে নদীতে ভেসে উঠছে।
তারা জানান, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত বিসিক শিল্প নগরীর ট্যানারি। এখানে দেড় শতাধিক কারখানা রয়েছে। ট্যানারি কারখানার দূষিত পানি সরাসরি ধলেশ্বরী নদীতে গিয়ে পড়ছে।
নদীর পানি দূষিত হওয়ার কারণে আজ সকাল থেকে বিভিন্ন প্রজাতির মাছ দুর্বল হয়ে নদীতে ভেসে উঠছে। মাছ ধরতে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন। ভেসে উঠা মাছের মধ্যে রয়েছে আইর, নলা, পুঁটি, বাইম, রুই, কাতলা, টেংরাসহ নানা প্রজাতি।
তাদের অভিযোগ, ট্যানারির দুর্গন্ধে আশপাশে বসবাস করা অনেক কষ্টকর হয়ে পড়েছে। ওই এলাকায় বসবাসকারীরা বিভিন্ন রোগে ভুগছেন।
এসএস//
Leave a Reply