গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪
- Update Time : ০৭:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জের উপজেলার ভাষানচরের বামনের চর এলাকায় গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। সবাইকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের দুপুরে মেডিকেলে আনা হয়।
আহতরা হলেন: নুরুজ্জামান দেওয়ান, নেছার দেওয়ান, আবু মনসুর ও শাহিন হাওলাদার।
আহতরা জানান, তাদের জমির পাকা ধান খাচ্ছিলো একই এলাকার সেরাজ হাওলাদারের গরুতে। ধান রক্ষায় গরু তারিয়ে দেয় তারা। বিষয়টি গরুর মালিক ও তার লোকজন ভালোভাবে নিতে পারেনি। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা ৪ জন রক্তাক্ত জখম হয়।
এ ব্যাপারে মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বিকেল ৪টা পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি। মামলা দায়ের কিংবা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএস//