সারাদেশ ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ বছরের বেশি বয়সীদের স্মার্ট এনআইডি কার্ড প্রদানের জন্য এক হাজার ৮০৫ কোটি টাকাসহ ১০ হাজার ৬৮৭ কোটি টাকার মোট সাতটি প্রকল্প অনুমোদন দিয়েছে।
আজ মঙ্গলবার ২৪ নভেম্বর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়।
একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং একনেকের অন্য সদস্যরা এনইসি ভবন থেকে সভায় যুক্ত ছিলেন।
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং চারটি মন্ত্রণালয়ের মোট সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ১০ হাজার ৬৮৭ কোটি ৩ লাখ টাকা ধরা হয়েছে।’
তিনি বলেন, এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৪৪৪ কোটি ৭ লাখ, বিদেশি ঋণ থেকে আসবে ৪ হাজার ২৪২ কোটি ৯৬ লাখ টাকা।
অনুমোদন হওয়া প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন এবং দুটি সংশোধিত।
এসএস//
Leave a Reply