প্রেমিকার বিয়ের খবরে যুবকের আত্মহত্যা
- Update Time : ০৭:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক :নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজার ইউনিয়নে প্রেমিকার বিয়ের খবর পেয়ে বিষপানে মো. রিফাত হোসেন (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে পড়া অবস্থায় একই বিদ্যালয় ও এলাকার একটি মেয়ের সঙ্গে রিফাতের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কয়েকদিন আগে পারিবারিকভাবে মেয়েটির বিয়ে ঠিক হয়। আগামী বুধবার তার বিয়ে এমন খবর পেয়ে সোমবার রাতে নিজ ঘরে থাকা কীটনাশক পান করে অচেতন হয়ে পড়ে রিফাত। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানা পুলিশ বলেন, প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে শুনে রিফাত বিষপান করে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস//