বঙ্গবন্ধু টি-২০: জয় দিয়ে শুরু রাজশাহীর
- Update Time : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে ঢাকাকে ২ রানে হারিয়েছে রাজশাহী। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মেহেদি হাসানের অর্ধশতকে ভর করে ১৬৯ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলতে সক্ষম হয় ঢাকা। এতে দুই রানের হারের মুখ দেখে ঢাকা।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে রাজশহীর দুই ওপেনার শান্ত ও আনিসুল ইসলাম ইমন ৩১ রান যোগ করেন। শান্ত ৩১ রান করে আউট হন। এরপর রনি তালুকদার (৬), মোহাম্মদ আশরাফুল (৫), ফজলে মাহমুদ (০) ও ইমন (৩৫) দ্রুত বিদায় নিলে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজশাহী। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে রাজশাহী।
১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো কিছুর আভাস দেন ঢাকার ওপেনার তানজিদ হাসান তামিম। তবে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হয়ে দলীয় ১৯ রানে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর আরেক ওপেনার ইয়াসির আলীও ফেরেন সাজঘরে।
দ্বিতীয় উইকেটে ব্যাটিংয়ে নামা নাঈম শেখ ১৭ বলে ২ চার ও ২ ছয়ে ২৬ রান করে আউট হন। ৫৫ রানেই ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ঢাকা। চতুর্থ উইকেটে আকবর আলীকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিক। শেষ ওভারে তাদের দরকার ছিল ৯ রান আর ঢাকা তোলে ৭ রান। নিয়ন্ত্রিত বোলিং করে দলকে ২ রানের জয় উপহার দেন মুক্তার আলী।
এসএস//