শিরোনাম:
ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদুল হক খান
- Update Time : ০১:০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : জামালপুর-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে।
দেশের বিভিন্ন গনমাধ্যম এ তথ্য প্রকাশ করে প্রতিবেদন ছাপিয়েছে।
আজ মঙ্গলবার ২৪ নভেম্বর প্রতিমন্ত্রী হিসেবে তাঁর শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য জানায়।
গত ১৪ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী ছিলেন। এরপর থেকে ধর্ম প্রতিমন্ত্রীর পদ শূন্য ছিল।
মো. ফরিদুল হক খান জামালপুর-২ আসন থেকে এ নিয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এসএস//