শিরোনাম:
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- Update Time : ০২:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১ Time View
কুষ্টিয়া প্রতিনিধি : জেলার দৌলতপুর উপজেলায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মামুন (২২) তিনি দৌলতপুর উপজেলার মাজদিয়া মুন্সিগঞ্জ এলাকার মুসাব মুন্সির ছেলে।
আজ মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় উপজেলার কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে কল্যাণপুর এলাকায় দৌলতপুরগামী ইট বোঝাই একটি ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই মোটরসাইকেলের আরোহী মামুন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ থেকে মামুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায়। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর এর চালক পালিয়ে গেছেন।
এসএস//