সারাদেশ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ রোধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। মাস্ক না পরলে সর্বক্ষেত্রে জরিমানা কার্যকর ও জরিমানার পরিমাণ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ সোমবার ২৩ নভেম্বর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে হবে। বিষয়টি বেশি বেশি প্রচার করতে হবে। কারণ মাস্ক না পরলে যত কিছুই করা হোক কাজে আসবে না। বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন, মাস্ক না পরায় রোববার কয়েক হাজার মানুষকে জরিমানা করা হয়েছে। রাজধানীতে ৩৭ স্থানে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে এ পরিস্থিতি আরও এক সপ্তাহ দেখে নেওয়া হবে শক্ত অবস্থান।
আনোয়ারুল ইসলাম বলেন, জরিমানার পরিমাণ ৫০০ বা ১ হাজার থেকে ৫ হাজার টাকা হতে পারে।
এসএস//
Leave a Reply