অ্যাঞ্জেলিনার বাংলাদেশ সীমান্ত নিয়ে সিনেমা
- Update Time : ০৭:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশ সীমান্ত নিয়ে সিনেমা তৈরি করছেন। টেকডটনেটের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সিনেমাটির নাম আনরিজেনবল বিহেভিয়ার এবং পরিচালনা করছেন জোলি নিজেই। প্রযোজক হিসেবে থাকছেন নামি অভিনেতা টম হার্ডি।
বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি নিয়ে ছবি তুলেছিলেন ব্রিটিশ ওয়ার ফটোগ্রাফার ডন ম্যাককালিন। ১৯৭১ সালে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের কলেরার প্রাদুর্ভাব নিয়ে ছবি তোলেন তিনি।
সেসময়কার কলেরার পরিস্থিতি নিয়েই এ সিনেমার কাহিনী। তবে সিনেমায় বাংলাদেশ প্রসঙ্গ থাকলেও মুলত এ ছবিতে প্রধান চরিত্র ডন ম্যাককালিন নিজেই।
১৯৯২ সালে প্রকাশ হওয়া ম্যাককালিনের আত্মজীবনী অবলম্বনে তৈরি হচ্ছে ‘আনরিজেনবল বিহেভিয়ার’। ২০১৭ সালে প্রকাশ হয় বইটি হালনাগাদ সংস্করণ।
ম্যাককালিন তার আত্মজীবনীতে বাংলাদেশ প্রসঙ্গ ছাড়া বার্লিন দেয়ালের পতন থেকে সিরিয়ার গৃহযুদ্ধের ঝুঁকিপূর্ণ এলাকায় এই চিত্রশিকারির অভিযান ওঠে এসেছে।
এসএস//