শিরোনাম:
যুক্তরাষ্ট্র করোনার টিকা দেয়া শুরু করবে ডিসেম্বরে
- Update Time : ১১:৪৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ডিসেম্বরে করোনার টিকাদান প্রকল্প শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তারা। গতকাল রোববার ২২ নভেম্বর সরকারের করোনা টিকা প্রকল্পের প্রধান মনসেফ স্লাউই এ তথ্য জানিয়েছেন।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে, অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে টিকাদান কেন্দ্রগুলোতে এগুলো পাঠানোর সক্ষমতা অর্জন। তাই আমি আশা করছি অনুমোদন পাওয়ার দ্বিতীয় দিন, ১১ বা ১২ ডিসেম্বর’ থেকে এটি দেওয়া শুরু হবে।
টিকার অনুমোদনের ব্যাপারে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসন ৮ থেকে ১০ ডিসেম্বর বৈঠকে বসবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এসএস//