শিরোনাম:
নওগাঁয় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
- Update Time : ০৭:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : নওগাঁর বদলগাছীতে নিখোঁজের এক দিন পর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার পশুরামপুর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম অমল তিগ্যা (৫০)। তিনি পরশুরামপুর গ্রামের মৃত নিতাই তিগ্যার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অমল তিগ্যা গতকাল রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সোমবার গ্রামের একটি পুকুরে তাঁর লাশ ভেসে ওঠে। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বদলগাছী থানা পুলিশ বলেন, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে অমল তিগ্যার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এসএস//