শিরোনাম:
প্রভু দেবা ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেছেন
- Update Time : ০৩:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেতা ও কোরিওগ্রাফার প্রভু দেবা নিজের ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেছেন । তাঁর এটি দ্বিতীয় বিয়ে। চলতি বছরের মে মাসে প্রেমিকা ও তাঁর ফিজিওথেরাপিস্ট হিমানীর সঙ্গে গোপনে তাঁদের মালা বদল হয়েছে। ভারতের সংবা মাধ্যম ই টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছে প্রভু দেবার ভাই রাজু সুন্দারাম।
প্রভু দেবার কোমর ও পায়ের ইনজুরির পর ডাক্তার হিমানীর অধীনেই দীর্ঘদিন তাঁর চিকিৎসা চলে। ফিজিওথেরাপি চলে। সেই সময়ই তাঁদের ভেতর প্রেম হয়। মে মাসে লকডাউনে চেন্নাইয়ে তাঁদের বিয়ে হয়।
এর মাঝে হিমানি মাইসোরে দুবার শ্বশুরবাড়ি গিয়েছেন। প্রভু দেবাও মুম্বাইয়ে দুবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছেন। প্রভু দেবার বাড়িতে দুজনে একসঙ্গে এক ছাদের নিচে সংসার করছেন। বিয়ের কোনো ছবি প্রকাশ্যে আসেনি।
এসএস//