চট্টগ্রামের লোহাগাড়ায় মৃত বন্য হাতি উদ্ধার
- Update Time : ০৭:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মৃত বন্য হাতি উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার সকালে উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের চাকফিরানী গ্রামের পাহাড়ি এলাকা দক্ষিণের ঘোনা থেকে মৃত হাতিটি উদ্ধার করা হয়। এরপর বিকেলের দিকে ময়নাতদন্ত শেষে পাশের জমিতে হাতির মরদেহ মাটিচাপা দেয়া হয়েছে।
প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন ও বন বিভাগের হিসাব অনুযায়ী, ১৭ বছরে দেশে মানুষের হাতে হত্যার শিকার হয়েছে ৯০টি হাতি। এর মধ্যে শুধু চলতি বছর ১১টি হাতি মেরে ফেলা হয়েছে। গত শতাব্দীর শেষের দিকেও দেশে হাতি ছিল ৫০০টি। ২০১৯ সালের হিসাব অনুযায়ী হাতির সংখ্যা ২৬৩টি। দেশের মোট হাতির ৫৫ শতাংশই থাকে কক্সবাজার এলাকায়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাতটার দিকে স্থানীয় কয়েকজন কৃষক চাকফিরানীর দক্ষিণের ঘোনা এলাকায় একটি মৃত হাতি পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিকে জানান। এরপর খবর পেয়ে বন বিভাগসহ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত বন্য হাতিটি উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পাশের জমিতে মাটিচাপা দেওয়া হয়।
এসএস//