স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ
- Update Time : ০১:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌতুকের টাকা না পেয়ে ইয়াসমিন আক্তার সুইটি (২৬) নামে এক গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন পাষণ্ড স্বামী।
আজ রোববার ২২ নভেম্বর সকালে হাসপাতালের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার ২১ নভেম্বর রাত ৯টার দিকে তাকে ভর্তি করা হয়। ইয়াসমিনের অবস্থা আশঙ্কাজনক। তার কোমরের নিচের অংশ বেশি দগ্ধ হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনে ইয়াসমিনের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। কোমরের নিচের অংশ থেকে পুরোটা পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে যৌতুক নিয়ে গৃহবধূ ইয়াসমিন ও তার স্বামী রাফেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে শুক্রবার ভোরে স্ত্রী ইয়াসমিনের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ধরিয়ে দেয় রাফেল। এই ঘটনায় দগ্ধ গৃহবধূ ইয়াসমিনকে শুক্রবার চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। স্বামী রাফেলকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এসএস//