শিরোনাম:
দুই বাসের সংঘর্ষে এক গৃহবধূর মৃত্যু
- Update Time : ০৭:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ঢাকার ধামরাই কালামপুর এলাকায় দুই বাসের সংঘর্ষে কবিতা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার ২২ নভেম্বর সকাল ৬ টায় ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ধামরাইয়ের হার্ডিঞ্জ এলাকার বাসিন্ধা ।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে সৌদিয়া পরিবহন ও ধামরাই ডি লিংক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই গৃহবধূ কবিতা মারা যান।
এছাড়া নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটোও রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
এসএস//