সারাদেশ ডেস্ক : রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আজ রবিবার ২২ নভেম্বর বিকাল ৩টার দিকে আনসার ক্যাম্পসংলগ্ন ওই কলোনিতে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, আগুনে টিঅ্যান্ডটি কলোনির ভেতরে কয়েকটি টিনশেডের ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে ডিউটি অফিসার বলেন, আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রথমে ফায়ারসার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। পরে তাদের সাথে যোগ দেয় আরো দুইটি ইউনিট। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। বিস্তারিত আরো পরে জানা যাবে ।
এসএস//
Leave a Reply