সুস্থ হয়ে উঠছেন বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম
- Update Time : ১২:৫৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ০ Time View
বিনোদন ডেস্ক : বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
বর্তমানে তিনি হাঁটাহাঁটি করতে পারছেন ও স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন। তার ফুসফুসও এখন নিয়ন্ত্রণে।
৬১ বছর বয়সী এই অভিনেতার শারীরিক সর্বশেষ অবস্থা জানিয়ে গনমাধ্যমকে এসব তথ্য দিয়েছেন আজিজুল হাকিমের ভাই সোহেল হাকিম। তিনি বলেন, “ভাইয়া এখন ভালো আছেন। তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে রাখা হয়েছে। তিনি শঙ্কামুক্ত, সুস্থ হয়ে উঠছেন। তবে চিকিৎসক এখনো তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখছেন।”
আজিজুল হাকিমের জ্বর ও ঠাণ্ডা কমেছে। তার আর কোনো শারীরিক জটিলতা দেখা না দিলে খুব শিগগিরই তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানান সোহেল হাকিম।
আজিজুল হাকিম ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকের অনুমতিতে এই বর্ষীয়ান অভিনেতা বাসার খাবারও খাচ্ছেন বলে জানা গেছে।
করোনা আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর গত ১৫ নভেম্বর এই অভিনেতাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। এরপর স্থানান্তর করা হয়েছে কেবিনে।
এসএস//