সাবেক তারকা ফুটবলার বাদল রায় আর নেই
- Update Time : ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ২ Time View
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি বাদল রায় মারা গেছেন।
রোববার ২২ নভেম্বর সন্ধ্যায় আবাহনী ফুটবল ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু গনমাধ্যমকে বাদল রায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘বাদল রায় আমাদের মাঝে আর নেই।
বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৩৬ মিনিটে তিনি মারা গেছেন। কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন।
এরপর কিডনি জটিলতা দেখা দিলে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার লিভার ক্যান্সার ধরা পড়ে। বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।
এর আগে গত ১৩ আগস্ট করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।
বাদল রায় জাতীয় দলের হয়ে খেলেন ১৯৮১ থেকে ১৯৮৬ পর্যন্ত। ১৯৭৭ থেকে ১৯৮৯ পর্যন্ত খেলেন মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে জেতেন পাঁচটি লিগ শিরোপা।
পরে তিনি আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হন। কুমিল্লা দাউদকান্দি আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য পদে ভোটও করেন বাদল রায়।
এসএস//