সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
- Update Time : ০৭:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১ Time View
আদালত প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তদন্তে অগ্রগতির প্রতিবেদন ২৯ ডিসেম্বর।
রোববার ২২ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এ মামলায় কোনো প্রতিবেদন দাখিল করেনি।
সেজন্য ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলার নথি পর্যালোচনা করে পরবর্তী ওই তারিখ ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে নির্মম ও বর্বরোচিত ভাবে হত্যা করা হয়।
নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)।
চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। এখনো তদন্ত প্রতিবেদন দেয়া সম্ভব হয়নি।
এসএস //