শিরোনাম:
যাত্রাবাড়ীতে গোডাউনে আগুন
- Update Time : ০৭:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর কোনাবাড়ি ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার ২২ নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন সাংবাদিকদের জানান, ডেমরা রোডের পুরাতন মোল্লা কলেজের পাশে কোনাবাড়ি ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কারখানার গোডাউনে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও সড়কে যানজটের কারণে পৌঁছতে সময় লেগে যায় সন্ধ্যা পৌনে ৭টা। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ চলছিল।
এসএস//