কক্সবাজার প্রতিনিধি : জেলা সদরের দক্ষিণ মুহুরি পাড়ায় কথা কাটাকাটির জের ধরে সাবিলুস সালেহীন (১৮) নামের এক কলেজছাত্র ছুরিকাঘাতে খুন হয়েছে।
শনিবার ২১ নভেম্বর মুহুরি পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।
নিহত সাবিলুস সালেহীন কক্সবাজার পলিকেটনিক কলেজের ছাত্র এবং মুহুরি পাড়ার হাকিম উল্লাহর ছেলে।
নিহতের ভাই রফিকুস সালেহীন জানান, ওই এলাকায় বসবাসকারি রোহিঙ্গা হোসেনের সঙ্গে কথা কাটা-কাটির জের ধরে সাবিলুসকে ছুরিকাঘাত করা হয়। ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তবে কথা কাটাকাটির কারণ নিশ্চিত করতে পারেননি তিনি।
জেলার সদর থানা পুলিশ জানান, এ ঘটনায় অভিযুক্ত হোসেন এর বড় ভাই জুবায়ের ও রফিক এবং ফুফাতো ভাই ইয়াছিনকে আটক করা হয়েছে। হোসেনকে আটকের চেষ্টা চলছে।
এসএস//
Leave a Reply