শিরোনাম:
করোনায় বিপর্যস্ত উরুগুয়ে ফুটবল দল
- Update Time : ০৭:৩৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১ Time View
স্পোর্টস ডেস্ক : মহামারি করোনায় বিপর্যস্ত উরুগুয়ে ফুটবল দল। এ পর্যন্ত আক্রান্ত ১৬ জন।
দলটির অধিনায়ক ডিয়েগো গডিনও আক্রান্ত হয়েছেন। ১৬তম সদস্য হিসেবে শুক্রবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তিনি।
আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এসে উরুগুয়ে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা করোনায় আক্রান্ত হয়েছেন।
২০২২ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে গিয়ে যথাযথ স্বাস্ব্য প্রোটোকল না মানায় উরুগুয়ে ফুটবল ফেডারেশনকে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জেতার পর প্রথম দুঃসংবাদ পায় উরুগুয়ে। দলের প্রথম খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হন মাতিয়াস ভিনা।
সবমিলিয়ে দলটিতে এখন আক্রান্ত ১৬ জন।
এসএস//