শিরোনাম:
ঘুমন্ত মার কোল থেকে নবজাতক চুরি-হত্যা: বাবা রিমান্ডে
- Update Time : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বাগেহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত মা ও বাবার কোল থেকে নবজাতক চুরি ও হত্যার ঘটনায় শিশুর বাবা সুজন খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ২২ নভেম্বর দুপুরে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সমির মল্লিক রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকেলে মোরেলগঞ্জ থানা পুলিশ সুজনকে আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।
বাগেরহাটের পুলিশ সুপার বলেন, শিশু সোহান অপহরণ মামলায় রিমান্ডে থাকা সুজন খানকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হবে। দ্রুত সময়ের মধ্যে পুলিশ চার্জশিট দিতে পারবে। এছাড়াও হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে সুজনের ছোট ভাই রিপন খান (২৫) ও ভগ্নিপতি হাসিব শেখের (৩০) ডিএনএ টেস্ট করার জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
এসএস//
Tag :