জয়পুরহাটে শশা চাষে লাভবান কৃষকরা
- Update Time : ০১:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : জয়পুরহাটে শসা চাষ করে লাভবান হচ্ছেন জেলার প্রান্তিক পর্যায়ের কৃষকরা। দেশীয় প্রযুক্তিতে চাষ করা খেতে সুস্বাদু এ জেলার শশা উন্নত মানের হওয়ায় জেলার গন্ডি পেরিয়ে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। পাইকারী বাজারে এবার শশা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি।
প্রতিদিন এ গোপালপুর বাজার থেকে ৪০ জন পাইকার শশা কিনে বিভিন্ন স্থানে সরবরাহ করেন। পাইকারদের মধ্যে হামিদুর রহমান ছানা, জামিল হোসেন, সেলিম , কাওসার আহমেদ ও ফরহাদ জানান, এখানকার শশার চাহিদা বেশি থাকায় প্রতিদিন ৪০ থেকে ৪২ ট্রাক শশা ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। শশার বীজ লাগানো থেকে ৫০ দিনের মধ্যে ফলন পাওয়া যায় এবং তেমন কোন পরিচর্যাও প্রয়োজন হয় না। ফলে অন্যান্য ফসল চাষের তুলনায় শশা চাষে খরচ কম পড়ে।
এসএস//