শিরোনাম:
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
- Update Time : ০৪:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এ বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার ২০নভেম্বর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. সাইম। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরদিরামপুর এলাকার মৃত হাছেন আলীর ছেলে। তাঁর হাজতি নম্বর ২৩৯৫/১৭।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এর সিনিয়র জেল সুপার বলেন, আশুলিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কারাগারে বন্দী ছিলেন মো. সাইম। গতকাল সন্ধ্যায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রথমে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো.সাইম মারা যান।
এসএস//