সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
- Update Time : ১২:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ০ Time View
পটুয়াখালী প্রতিনিধি: জেলার কাঠালতলী-বাকেরগঞ্জ সড়কের রঘুনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।
তারা সম্পর্কে চাচা-ভাতিজা। নিহত মোটরসাইকেল চালক চাচা মাসুদ খান (২৬) ও ভাতিজা আফ্রেদীর (২০) গ্রামের বাড়ি দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় সংলগ্ন এলাকায়।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জের রঘুনাথপুর গ্রামে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত চাচা-ভাতিজাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাকেগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুদ খানের মৃত্যু ঘোষণা করেন এবং আফ্রেদীকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেন।
গুরুতর আহত ভাতিজা আফ্রেদীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করে। অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় আফ্রেদী মারা যায় বলে জানা গেছে।
দূর্ঘটনার খবরে নিহতদের পরিবার ও গ্রামে শোকের মাতম চলছে ।
এসএস//