ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির নির্বাহী কমিটির পরিচিতি সভা আজ শনিবার ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
সমিতির টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সভাপতি ও ডি এল এম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন এমবিএ’র সভাপতিত্বে পরিচিতি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তৃতা করেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি।
বক্তৃতা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আপিল বিভাগের ( অবসরপ্রাপ্ত) বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহা পরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, বুড়িচং উপজেলা সমিতির সাবেক সভাপতি, নতুন কমিটি গঠনে নির্বাচন কমিশার সুপ্রিমকোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া, সমিতির টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদক পুলিশ সুপার মিজানুর রহমান শেলী, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন চৌধুরী, বুড়িচং- ব্রাহ্মণপাড়া পেশাজীবি ফোরামের সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সম্পাদক আবু তাহের।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।
বক্তারা বুড়িচং উপজেলা সমিতি একটি শক্তিশালী সামাজিক সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন। এ সমিতি বুড়িচং উপজেলার সমৃদ্ধিতে অবদান রাখবে এবং মানবিক কার্যক্রম পরিচালনা করবে।
এসএস//