শিরোনাম:
কোহলিকে টার্গেট করেছেন প্যাট কামিন্স
- Update Time : ০১:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে টার্গেট করেছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার প্যাট কামিন্স।
আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। খেলা শুরুর আগেই ভারতের কোহলির উইকেট শিকারের লক্ষ্য স্থির করেছেন কামিন্স। তার মতে, প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে শিকার করতে পারলে দলের জন্য বড় অবদান রাখা সম্ভব।
দু বছর আগে তিন ফরম্যাটে ভারতের কাছে হারের প্রতিশোধ নিতে চায় অস্ট্রেলিয়া, সেটি জানিয়েছেন কামিন্স। তিনি বলেন, দুই বছর আগের সিরিজে আমাদের সাফল্য ছিলো না। কিন্তু এবার আমরা তিন ফরম্যাটেই জিততে চাই। আমরা সর্বশেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ভাল খেলেছি। আইপিএলে অনেকেই খেলেছে। তাই ভারতের বিপক্ষে ভালো খেলতে আমরা প্রস্তুত।
এসএস//