সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার শাহজাদপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে বেরিয়ে এসে চার জঙ্গি আত্মসমর্পণ করেছেন।
শুক্রবার ২০ নভেম্বর ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখে র্যাব। আজ সকাল সাড়ে ১০টার দিকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেলা পৌনে ১১টার দিকে ওই বাড়ি থেকে চার জন বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন।
এর মধ্যে একজনের নাম কিরণ। বাকিদের নাম পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে জানান, ভেতরে আরও লোকজন থাকতে পারে বলে ধারণা । সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, ১৯ নভেম্বর রাজশাহী শাহ মখদুম থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে নব্য জেএমবির রাজশাহী অঞ্চলের প্রধান মাহমুদও রয়েছে। তাদের দেয়া জবানবন্দি অনুযায়ী এই বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে বলে জানা যায়।
এসএস//
Leave a Reply