‘গোয়েন্দা চরিত্র মাসুদ রানার নায়িকা পূজা চেরী’
- Update Time : ১১:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ০ Time View
বিনোদন প্রতিবেদক : তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে সিনেমা তৈরির যাত্রা শুরু হচ্ছে শিগগিরই।
ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির।
রিয়েলিটি শো ও প্রতিযোগিতার মধ্য দিয়ে মাসুদ রানা চরিত্রে ‘রাসেল রানাকে’ পাওয়া গেলেও বাকি ছিলো এ ছবির নায়িকা নির্বাচন।
জানা গেছে, এ প্রজন্মের মেধাবী অভিনেত্রী পূজা চেরীই হতে চলেছেন দুর্ধর্ষ এজেন্ট ‘মাসুদ রানার’ পর্দাসঙ্গিনী। এরইমধ্যে তার ফটোশুটও শেষ হয়েছে।
এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একটি ঘনিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
কাজী আনোয়ার হোসেন রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে ঢালিউডে নির্মিত হচ্ছে দু’টি সিনেমা। এর একটি পরিচালনা করবেন সৈকত নাসির। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’র চ্যাম্পিয়ন রাসেল রানা। এ সিনেমায় দেখা যেতে পারে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমানকেও।
এসএস//