শিরোনাম:
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- Update Time : ১২:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : নরসিংদী শহরের নাগরিয়াকান্দিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল মৃধা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ৯টার দিকে নাগরিয়াকান্দির ইউএমসি জুটমিলের সামনে একটি গলির মুখে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ।
নিহত রাসেল মৃধা শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের মান্নান মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার রাত ৯টার দিকে নাগরিয়াকান্দি এলাকার একটি বাড়ি থেকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন রাসেল। গলির মুখে আসার পরপরই একদল দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার ১০ মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
এসএস//