শিরোনাম:
হোম কোয়ারেন্টাইনে মির্জা ফখরুল
- Update Time : ০৭:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : পরিবারের এক সদস্যের করোনা পজিটিভ হওয়ায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর অনলাইনে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে ফখরুল বলেন, আমি দুঃখিত যে, আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। কারণ এখন আমার বাসায় করোনা ধরা পড়েছে। যার ফলে আমাকে এখন ১৪ দিনের আইসোলেশনে থাকতে হচ্ছে।
তিনি বলেন, করোনা এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমাদের সিনিয়র নেতা মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক নেতাকে আমরা এই করোনায় হারিয়েছি।
এসএস//