শিক্ষার্থীদের পছন্দের তালিকায় ইংল্যান্ডে স্কলারশিপ
- Update Time : ০৬:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যাচ্ছে ভারতীয় উপমহাদেশের শিক্ষার্থীরা। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় উপরের দিকে আছে ইংল্যান্ড। একদিকে যেমন এক প্রকার সাংস্কৃতিক নৈকট্য সেই দেশে আছে তেমনি আছে বিশ্বসেরা সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
কিন্তু, বিশ্বসেরা সেসব প্রতিষ্ঠানের উচ্চশিক্ষা ব্যয় ও শিক্ষাঋণের চড়া সুদের কারণে অনেক শিক্ষার্থীকেই তাদের স্বপ্ন থেকে সরে আসতে হয়।
তবে, আগে থেকে পরিকল্পনা করে বিলেতে পড়তে যাওয়ার জন্য মাঠে নামা হলে সহজ হতে পারে শিক্ষাব্যয় জোগাড় করা। শিক্ষার্থীদের জন্য ইংল্যান্ডে অসংখ্য স্কলারশিপ চালু আছে। মেধাবী বিদেশি শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে দেশটিতে আংশিক কিংবা পুরো স্কলারশিপ পেয়ে থাকে । দেশটির সরকারি পর্যায় থেকে শুরু করে বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের কোর্স, বিশ্ববিদ্যালয় ও মেধার ভিত্তিতে এসব স্কলারশিপ দেয়া হয়ে থাকে।
স্কলারশিপের পরিমাণ ইন্সটিটিউটভেদে আলাদা হয়ে থাকে। যেমন, কিছু গবেষণাভিত্তিক স্কলারশিপে স্নাতকোত্তর বা আরও উচ্চতর ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে আপনার শতভাগ ব্যয় মেটানোর পাশাপাশি, জীবনযাত্রার ব্যয়ও মেটানো হতে পারে। আবার অনেক ক্ষেত্রে শতভাগ ব্যয় বহন নাও করা হতে পারে। তাই পরামর্শ হলো, পড়াশোনা শুরু করার অন্তত এক বছর আগে থেকে স্কলারশিপ খোঁজা শুরু করা। যাতে করে আপনি সবচেয়ে ভাল স্কলারশিপটির জন্য প্রতিযোগিতা করতে পারেন।
এসব ছাড়াও ইংল্যাণ্ডের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে ইংল্যান্ডের ৩০ টি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ জনপ্রিয়। এসব স্কলারশিপের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা ন্যুনতম ১৫০০ ইউরো থেকে শুরু করে ১০০০০ ইউরো পর্যন্ত বাৎসরিক অনুদান পেয়ে থাকে। এছাড়াও ১৫ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ফ্রি স্টুডেন্টশিপ পেয়ে থাকে বাংলাদেশের শিক্ষার্থীরা।
এসএস//