বিয়ের জন্য ‘পাত্র’খুঁজছেন তিশা
- Update Time : ০২:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী তাশনুভা তিশা। দীর্ঘদিন প্রেম করার পর একটি বহুজাতিক কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার ফারজানুল হকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। অনেক দিন আগে তাদের বিয়ে হলেও ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তারা সেই খবর প্রকাশ করেন।
তিশার এই সংসারে ৭ বছর বয়সী ফারাজ মুতাজ্জিম নামে একটি ছেলে আছে। কিন্তু ২০১৮ সালের ২১ জুন রাতে ফেসবুকে তাদের সংসার ভাঙার খবর জানান অভিনেত্রী।
ফারজানুলের সঙ্গে তিশার এটি ছিলো দ্বিতীয় বিয়ে। এর আগেও অভিনেত্রী একবার বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। সেই সংসারে তার ইসরাত রাইয়ান নামে ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বর্তমানে মেয়ে ইসরাত ও ছেলে ফারাজ তিশার সঙ্গেই থাকে।
দীর্ঘদিন একা থাকতে থাকতে এখন ক্লান্ত তিশা। তবে বিয়ে করার পরিকল্পনা না থাকলেও আপাতত পাত্র খোঁজা শুরু করেছেন তিনি।
এসএস//