সারাদেশ ডেস্ক : বৈশ্বিক এই মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে বুধবার মৃত্যুর সংখ্যা ২ লাখ ৫০ হাজার ১৬ জন ছিল বলে জানাচ্ছে রয়টার্সের টালি।
মহামারী শুরু হওয়ার পর থেকে দেশটিতে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্ত ও মৃত্যু, এই উভয় তালিকায় বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
মৃত্যুর তালিকায় মাত্র ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪০০ নাম যুক্ত হয় বলে রয়টার্স জানিয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রায় ৭৯ হাজার কোভিড-১৯ রোগী হাসপাতালগুলোতে ভর্তি ছিল; এ পর্যন্ত একদিনে হাসপাতালে ভর্তি থাকা রোগীর এটিই সর্বোচ্চ সংখ্যা বলে রয়টার্সের টালি দেখিয়েছে। এর আগে মঙ্গলবার দেশটির হাসপাতালগুলোতে ৭৫ হাজার রোগী ভর্তি ছিল, অর্থাৎ একদিনের ব্যবধানে হাসপাতালে ভর্তি হওয়া রোগী বেড়েছে প্রায় ৪ হাজার।
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে আর এ পরিস্থিতি দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি করেছে।
এসএস//
Leave a Reply