শিরোনাম:
ইটবোঝাই পিকআপ ভ্যান পাহাড়ের খাদে উল্টে চালক নিহত
- Update Time : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : খাগড়াছড়ির রামগড় উপজেলায় ইটবোঝাই পিকআপ ভ্যান উল্টে পাহাড়ের খাদে পড়ে চালক নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই চালকের নাম নূরুল ইসলাম (৩২)। তিনি রামগড় পৌরসভার চৌধুরীপাড়ার মজল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রামগড় সদর ইউনিয়নের দাঁতারামপাড়া ব্রিক ফিল্ড থেকে ইট নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক নিহত হয়েছেন।
রামগড় থানা পুলিশ বলেন, খবর পেয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে যুবকের স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এসএস//