শিরোনাম:
৩০ বছর ফের চালু হলো সৌদি-ইরাক বর্ডার ক্রসিং
- Update Time : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ইরাক ও সৌদি আরব তিন দশক পর প্রথমবারের মতো আরারো সীমান্ত দিয়ে যোগাযোগ উন্মুক্ত করেছে বলে জানিয়েছে ইরাকি সীমান্ত বন্দর কমিশন।
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী ও ইরাকের সৌদি রাষ্ট্রদূতসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা বাগদাদ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে আরার ক্রসিংয়ে উপস্থিত হন। বুধবার ১৮ নভেম্বর সকাল থেকেই পণ্যবাহী ট্রাকের একটি লাইন অপেক্ষা করছিল।
সাবেক ইরাকি নেতা সাদ্দাম হুসেনের কুয়েত আক্রমণে পর দু’দেশের সম্পর্ক ছিন্ন হওয়ায় ১৯৯০ সাল থেকে আরার ক্রসিং বন্ধ ছিল।
বিবৃতি অনুসারে, এই বর্ডার ক্রসিং দিয়ে মানুষের চলাচল ও পণ্য পরিবহনের জন্য উন্মুক্ত থাকবে। আল জাজিরা আজ এ সংবাদ প্রকাশ করে।
এসএস//
Tag :