বিএনপির ১২০ নেতা-কর্মীর আগাম জামিন
- Update Time : ০৩:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় বিভিন্ন থানায় দায়ের হওয়া পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১২০ জন নেতা-কর্মী আগাম জামিন পেয়েছেন।
আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই ১২০ জনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ১২০ জনের জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার ১৯ নভেম্বর এই আদেশ দেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১১টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা হয়। এর বাইরে পুলিশের কাজে বাধা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায়ও মামলা হয়েছে।
বৃহস্পতিবার ১২ নভেম্বরের ঘটনায় যেসব মামলা হয়েছে, তাতে মোট আসামি সাড়ে ছয় শর মতো। এর মধ্যে বাস পোড়ানো মামলার মোট আসামি সাড়ে পাঁচ শর মতো।
সুপ্রিমকোর্টের আইনজীবী মজিবুর রহমান আগাম জামিন আদেশ বিষয় সারাদেশ’কে জানান।
আদালত সূত্র জানায়, বিভিন থানায় আনা মামলায় বিএনপির ১৪০ জন নেতা-কর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। এর ধারাবাহিকতায় আজ পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বিএনপির নেতা-কর্মীরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চান।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, ব্যারিষ্টার শাহজাহান ওমর, এডভোকেট সালাউদ্দিন দোলন, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মজিবুর রহমান ও কাজী মো. জয়নাল আবেদিন।
এসএস//