শিরোনাম:
নারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু
- Update Time : ০১:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : দেশজুড়ে শক্তির প্রায় ৫ লাখ ৫০ হাজার নারী সদস্যকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে চালু করা হয়েছে ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র। ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারীদের জন্য এই ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো চালু করা হয়েছে। মমগলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিএইচ এবং শক্তি ফাউন্ডেশন।
বর্তমানে, শক্তির ঋণগ্রহীতা ও তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে স্ত্রীরোগ, শিশু, চর্ম ও মেডিসিন বিশেষজ্ঞসহ এমবিবিএস ডাক্তারদের সাথে কল, চ্যাট ও ভিডিও কলের মাধ্যমে পরামর্শ নিতে পারছেন। সেবা কার্যক্রম শুরুর প্রথম তিন দিনে ১০০ জনেরও বেশি সদস্যকে সেবা প্রদান করা হয়েছে, যার মধ্যে ৩০ জন স্ত্রীরোগ এবং ২০ জন শিশুরোগ নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে দেখা করেছেন।
এসএস//