শিরোনাম:
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
- Update Time : ০৬:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি পালনের জন্য আগামী শনিবার ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বুধবার ১৮ নভেম্বর এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ নভেম্বর শনিবার যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উদযাপিত হবে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব এবং তিনবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এদিন ঢাকা সেনানিবাসের রাস্তা (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটৎমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ছাড়া সব ধরনের যানবাহন চালকদের সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
এসএস//