অনুমোদনহীন ৩ ক্লিনিক সিলগালা
- Update Time : ০৬:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১ Time View
নারায়ণগঞ্জ প্রতিনিধি : অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগে নারায়ণগঞ্জের তিনটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে প্রশাসন।
বুধবার ১৮ নভেম্বর অভিযান চালিয়ে শহরের খানপুর এলাকার আশশিফা ডায়গনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, সোহেল জেনারেল হাসপাতাল এবং সম্রাট জেনারেল হাসপাতালে এ অভিযান চালানো হয়।
অভিযানে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে একটি ক্লিনিকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনা করা এবং নানা অভিযোগে পরিচালিত বিভিন্ন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের তালিকা করেছি। তালিকা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
এসএস//